বাজিস-৯ : আমতলী পৌরশহরে ’শেখ রাসেল শিশু পার্ক’ নির্মিত হচ্ছে

134

বাজিস-৯
আমতলী-শিশু-পার্ক
আমতলী পৌরশহরে ’শেখ রাসেল শিশু পার্ক’ নির্মিত হচ্ছে
বরগুনা, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার আমতলী শহরে পৌরসভার উদ্যোগে শিশুপার্ক নির্মাণ করা হচ্ছে। আমতলী পৌরসভায় ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫টি কিন্ডার গার্টেন স্কুল, ও তিনটি ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ৫ হাজার শিশু শিক্ষার্থী লোখাপড়া করছে। এদেও শারিরীক. মানসিক বিকাশ ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় বিনোদনের জন্য কোনো জায়গা নেই।
আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন জানান, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সকল প্রকার সহযোগিতা করা হবে।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান জানান, পৌরসভার পক্ষ থেকে ‘শেখ রাসেল শিশু পার্ক’ স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ে আবেদন করা হলে মন্ত্রণালয়ে সচিব জমির জন্য সুপারিশ করে পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালকের কাছে পাঠিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের এনওসি পেলেই শিশু পার্কের কাজ শুরু করা হবে।
বাসস/সংবাদদাতা/১৬১৫/মরপা