বাসস ক্রীড়া-৯ : ডাচদের কাছে হারের পর জার্মান কোচের সমালোচনায় গণমাধ্যম

342

বাসস ক্রীড়া-৯
ফুটবল-উয়েফা নেশন্স-জার্মানি-হল্যান্ড-প্রতিক্রিয়া
ডাচদের কাছে হারের পর জার্মান কোচের সমালোচনায় গণমাধ্যম
বার্লিন, ১৪ অক্টোবর ২০১৮ (বাসস/এএফপি) : উয়েফা নেশন্স লীগে হল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর জার্মান জাতীয় দলের প্রধান কোচ জোয়াচিম লো’র সমালোচনায় মুখর হয়ে উঠেছে স্থানীয় গণমাধ্যম। গতকাল হল্যান্ডের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত গ্রুপ ওয়ানের ম্যাচে স্বাগতিক দলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই হারের পর জার্মানির প্রধান কোচ হিসেবে ভবিষ্যতে দায়িত্ব অব্যাহত রাখতে চান কিনা প্রশ্ন করা হলে জবাবে লো বলেন, ‘এই মুহূর্তে নয়’। জার্মান জাতীয় দলের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তিতে থাকা এই কোচ বলেন, ‘এই হার ছিল নির্মম ও হতাশার। বিশেষ করে ম্যাচের প্রথম ৩০ মিনিটের নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতে। এই মুহূর্তে মনে হচ্ছে নিজেদের উপর কোন আস্থা নেই। অথচ আত্মবিশ্বাসই আমাদের মূল অস্ত্র।’
ম্যাচের শেষ ১০ মিনিটে জার্মান দলের রক্ষণভাগ বলতে কিছুই অবশিষ্ট ছিল না। এ সময় একটি বল ক্রস বারে লেগে ফিরে না এলে ম্যাচে হারের ব্যবধান ৪-০ হয়ে যেত। আগামী মঙ্গলবার প্যারিসে যদি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে পরাজিত হয়, তাহলে সেটি হবে জার্মান দলের এক বছরের মধ্যে ছয় ম্যাচ হারের বিরল রেকর্ড। লোর ১৬৭তম এই হারটি সর্বশেষ আন্তর্জাতিক পরাজয় কিনা সাংবাদিকরা জানতে চাইলে বিরক্ত বোধ করেন জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ এনে দেয়া কোচ। জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমার জন্য, মানে?’ এরপর পরের প্রশ্ন করার আহ্বান জানিয়ে বলেন, ‘এ বিষয়ে কথা বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই।’
এদিকে কোচের এইসব বিষয়কে সামনে এনে নিজ দেশ জার্মানির গণমাধ্যম সরব হয়ে উঠে। দেশটির সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি বিল্ড-এর রিপোর্টে বলা হয়, ‘জাতীয় দলের কোচ হিসেবে ভবিষ্যতের কথা জানতে চাওয়ায় বিরক্ত প্রকাশ করলেন লো।’
ফুটবল ম্যাগাজিন কিকার জোর দিয়েছে লো’র নতুন করে শুরু করার প্রতিশ্রুতিকে। এতে বলা হয়, লো’র নতুন করে শুরু করার প্রতিশ্রুতিতে কিছুটা রদবদল হয়েছে। শিরোনাম হয়, ‘নতুন শুরু? লোর দলটি বিশ্বকাপের গল্প অব্যাহত রেখেছে।’
জার্মানির অন্যান্য শীর্ষ সংবাদ মাধ্যমও মুখরিত ছিল লোর সমালোচনায়। মিউনিখ ভিত্তিক পত্রিকা সুয়েডউইচা জাইট্ংু-এর শিরোনাম ছিল, ‘ভয়ের একটি বিকেল’। এতে লোর সঙ্গে নতুন করে চুক্তির বিষয়টি টেনে এনে তাকে দ্রুত বরখাস্ত করার আহ্বান জানানো হয়।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪০/স্বব