বাজিস-৭ : পঞ্চগড়ে আগাম জাতের ধান কাটা শুরু

136

বাজিস-৭
পঞ্চগড়-ধান
পঞ্চগড়ে আগাম জাতের ধান কাটা শুরু
পঞ্চগড়, ১৪ অক্টোবর ২০১৮ (বাসস): জেলায় আগাম জাতের ধান কাটতে শুরু করেছে কৃষকরা। ধানের বাম্পার ফলন দেখে তারা খুশি।
জেলায় এবার আগাম হাইব্রিড নবিন জাতের ধানের চাষ হয়েছে ব্যাপক। এর কারণ হিসেবে কৃষি বিভাগ জানিয়েছে, হাইব্রিড নবিন জাতের ধান ৯০ দিনের মধ্যে কর্তন করা যায়। আশ্বিনে এ ধান কর্তন করার সুবিধা থাকায় কৃষকেরা লাভবান হয়। ধান বিক্রি করে কৃষক অন্য ফসলে এ অর্থ বিনিয়োগ করতে পারে। যেমন,তারা আগাম আলু , কপি , মুলা ,বেগুন চাষ করে। আবার এ সময়টাতে গরুর খড়ের প্রচুর চাহিদা থাকে । ধানের এ খড় কৃষক ভাল দামে বিক্রি করতে পারে।
কৃষি বিভাগ জানিয়েছে, বিঘা প্রতি এর ফলন হয় ১৫ থেকে ১৮ মণ পর্যন্ত ।
দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের কৃষক আজাহার জানান, এবার তিনি এ জাতের ধান ৩ বিঘা জমিতে চাষ করেছেন, বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৬ মণ করে। ধান কাটার পর তিনি জমিতে আলু লাগিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, এবার আগাম জাতের হাইব্রিড ধান এবার ৫৪০০ হেক্টর জমিতে লাগানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭৩৫/মরপা