বাজিস-৪ : চাঁদপুরে এলজিইডির ১৪৪০.৯০ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ

144

বাজিস-৪
চাঁদপুর- নির্মাণ
চাঁদপুরে এলজিইডির ১৪৪০.৯০ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ
চাঁদপুর, ১৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার ৮ উপজেলায় ব্রিজ ও কালভার্ট তৈরী হয়েছে ১৪৪০.৯০ মিটার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯- থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলার ৮ উপজেলায় এসব ব্রিজ ও কালভার্ট তৈরী সম্পন্ন করেছে এলজিইডি। আর এসব নির্মাণ কাজে সরকারের ব্যয় হয়েছে ৫২ কোটি ৬২ লাখ টাকা। এটি সরকারের চলমান প্রকল্প।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর কার্যালয় এর নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান জানান, বাংলাদেশ শত শত নদী, খাল ও চরের দেশ। সড়ক যেখানে শেষ সেতু সেখানে খুলে দেয় নতুন সম্ভাবনার দ্বার। গ্রামীণ জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রিজ ও কালভার্ট নির্মাণ করে আসছে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনর নেতৃত্বাধীন সরকার সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় ১৪৪০.৯০ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছে। বাস্তবায়িত ছাড়াও বর্তমানে এ জেলায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ১৪৫১.৩০ মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে।
বাসস/সংবাদদাতা/১৫২০/মরপা