বাসস দেশ-৩ : ঢাবির সাবেক শিক্ষক মেহের কবিরের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

170

বাসস দেশ-৩
ঢাবি-শিক্ষক-শোক
ঢাবির সাবেক শিক্ষক মেহের কবিরের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
ঢাকা, ১৪ অফক্টোবর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মেহের কবিরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, মেহের কবির নিষ্ঠাবান শিক্ষক ছাড়াও একজন লেখক ও সমাজকর্মী হিসেবে খ্যাতিমান ছিলেন। তিনি রোকেয়া হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডে অবদানের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মেহের কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেন। তিনি বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর সহধর্মিণী।
বার্ধক্যজনিত কারণে গতকাল ১৩ অক্টোবর ২০১৮ শনিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে সহধর্মী কবির চৌধুরীর কবরের পাশে দাফন করা হয়।
বাসস/সবি/এসই/১৩৪০/কেকে