বাজিস-১০ : চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলের কারাদন্ড

151

বাজিস-১০
চাঁদপুর-কারাদন্ড
চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলের কারাদন্ড
চাঁদপুর, ১৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার সদর উপজেলায় ইব্রাহীমপুর এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে ১ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে চাঁদপুর হরিণা নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হচ্ছেন : মো. নাছির, মো. হাবিব, কাউসার হোসেন, মো. আল আমিন, শাহাদাৎ হোসেন ও মো. আক্তার। এদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায়।
চাঁদপুর সদর হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমপাড় ইব্রাহীমপুর এলাকা অভিযান পরিচালনা করে ৬ জেলেকে ইলিশ মাছ নিধন অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয় এবং জব্দকৃত ১২ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ৬ জেলেকে জেলা করাগারে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৬৩৫/-মরপা