ইংল্যান্ডের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে বছরে ১ হাজার রান বেয়ারস্টোর

205

ডাম্বুলা, ১৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : ইংল্যান্ডের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে বছরে ১ হাজার রান পূর্ণ করলেন জনি বেয়ারস্টো। আজ শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ২৬ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে চলতি বছর ওয়ানডেতে ১হাজার রান পূর্ণ করেন বেয়ারস্টো। চলতি বছর ১ হাজার রান পূর্ণ করা প্রথম ব্যাটসম্যানও বেয়ারস্টো। ২১ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৬১ গড়ে ১০২১ রান রয়েছে বেয়ারস্টোর।
ওয়ানডে ক্রিকেটে এক বছরে ইংল্যান্ডের পক্ষে ১হাজার রান পূর্ণ করা অন্য পাঁচ ব্যাটসম্যান হলেন- ডেভিড গাওয়ার, ক্রিস ব্রড, ইয়ান বেল, পল কলিংউড ও জনাথন ট্রট।
১৯৮৩ সালে ব্যাট হাতে ১,০৮৬ রান করেছিলেন গাওয়ার। এরপর ১৯৮৭ সালে ১,০৪৭ রান করেন ব্রড। ২০০৭ সালে বেল ১,০৮০ ও কলিংউড ১,০৬৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০১১ সালে ১,৩১৫ রান করেন ট্রট।