বাজিস-৯ : নীলফামারীর ৮৫৭ পূজামন্ডবে ৪২৮ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ

151

বাজিস-৯
নীলফামারী-চাল
নীলফামারীর ৮৫৭ পূজামন্ডবে ৪২৮ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ
নীলফামারী, ১৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলায় ৮৫৭ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এসব মন্ডপে সরকারের ৪২৮ দশমিক ৫০০ মেট্রিকটন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান, ওই ৮৫৭ মন্দিরে পূজা উদযাপনের জন্য ৪২৮ দশমিক ৫০০ মেট্রিকটন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ডোমারে ৪৭ মেট্রিকটন, ডিমলায় ৩৮ মেট্রিকটন, জলঢাকায় ৮৪ দশমিক ৫০০ মেট্রিকটন, কিশোরগঞ্জে ৭৬ দশমিক ৫০০ মেট্রিকটন, সৈয়দপুরে ৪৩ দশমিক ৫০০ মেট্রিকটন ও নীলফামারী সদরে ১৩৯ মেট্রিকটন। এতে প্রতিটি শ-ব ৫০০ কেজি করে চাল পাবে।
দিন ঘনিয়ে আসায় পূজা মন্ডপগুলোতে এখন চলছে শেষ মুহুর্তের প্রস্ততি। প্রতিমা তৈরীর শৈল্পীক দক্ষতা তুলে ধরতে ব্যস্ত এখন কারিগড়রা।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায় জানান, ৮৫৭ ম-পের মধ্যে রয়েছে জেলা সদরে ২৭৮টি, ডিমলায় ৭৬টি, ডোমারে ৯৪টি, জলঢাকায় ১৬৯টি, কিশোরগঞ্জে ১৫৩টি, সৈয়দপুরে ৮৭টি। ১৫ অক্টোবর ষষ্ঠি পুজার মধ্য দিয়ে শারদীয় উৎসব শুরু হবে। সময় ঘনিয়ে আসায় সকল ম-পে প্রস্তুতি প্রায় শেষের দিকে। জেলায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬৩৫/ মরপা