বাসস দেশ-৭ : ঢাবি’র বৃত্তিপ্রাপ্ত ১১২০ শিক্ষার্থী দেশব্যাপী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবে

141

বাসস দেশ-৭
ঢাবি-কার্যক্রম
ঢাবি’র বৃত্তিপ্রাপ্ত ১১২০ শিক্ষার্থী দেশব্যাপী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবে
ঢাকা, ১৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ১ হাজার ১২০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিজ নিজ এলাকায় গিয়ে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন।
এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছুটিতে আগামী ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব সমাজের সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের লক্ষ্যে এই প্রচারাভিযান পরিচালনা করবেন।
আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই প্রচারাভিযান কার্যক্রমের উদ্বোধন করা করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ,র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ,মহাসচিব রঞ্জন কর্মকার, সিনিয়র সহসভাপতি মোল্লা মো. আবু কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৫২৫/এমএবি