বাসস ক্রীড়া-৩ : জেসুস-সান্দ্রোর গোলে সৌদি আরবকে পরাজিত করেছে ব্রাজিল

147

বাসস ক্রীড়া-৩
ফুটবল-প্রীতি ম্যাচ
জেসুস-সান্দ্রোর গোলে সৌদি আরবকে পরাজিত করেছে ব্রাজিল
রিয়াদ, ১৩ অক্টোবর ২০১৮ (বাসস) : রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সৌদি আরবকে ২-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল।
ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস বিরতির ঠিক আগে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। নেইমারের কর্ণার থেকে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে এ্যালেক্স সান্দ্রোর হেডে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।
আগামী মঙ্গলবার পরবর্তী প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা।
বৃহস্পতিবার লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনা ইরাককে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে।
জেদ্দায় অনুষ্ঠিতব্য মঙ্গলবারের ম্যাচটি নিয়ে অবশ্য ব্রাজিল বেশী দু:শ্চিন্তায় রয়েছে। কারন সৌদির বিপক্ষে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি তিতের দল। ছয় মিনিটে ক্যাসেমিরোর মিসে এগিয়ে যেতে পারেনি সফরকারী ব্রাজিল। গত মাসে যুক্তরাষ্ট্র (২-০) ও এল সালভাদোরের (৫-০) বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে অনুপস্থিত জেসুস দলে ফিরেই ৪৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। নেইমারের প্রচেষ্টা সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসিস দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দিলেও ফিরতে বলে জেসুস গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। নেইমারের আরেকটি দুর্দান্ত পাসে টটেনহ্যামের লুকাস মৌরা প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। এর কিছুক্ষন পরেই নেইমার নিজেই পেনাল্টি এরিয়ার সামান্য বাইরে থেকে গোলের সুযোগ নষ্ট করেন।
ম্যাচ শেষের ১০ মিনিট আগে পেনাল্টি এরিয়ার বাইরে হাত দিয়ে বল স্পর্শ করার কারনে আল ওয়াইসিস লাল কার্ড পেলে বাকি সময়টা সৌদি আরবকে ১০জন নিয়ে খেলতে হয়েছে।
বাসস/নীহা/১৩৫০/স্বব/