বাসস বিদেশ-৫ : ভারতে জিকা ভাইরাসে আক্রান্ত ৫০ জন

196

বাসস বিদেশ-৫
ভারত-জিকা
ভারতে জিকা ভাইরাসে আক্রান্ত ৫০ জন
নয়াদিল্লী, ১৩ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান।
এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা সকলেই ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরের বাসিন্দা। এদের কেউ কেউ বিহারের মতো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে আসা কর্মী।’
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
এটা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ভারতে তৃতীয় জিকা ভাইরাস প্রাদুর্ভাবের ঘটনা।
দিনের বেলায় সক্রিয় এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায়।
জ¦র, ত্বকে ফুসকুড়ি, মাংস ও গিটে ব্যথা এবং প্রচ- মাথাব্যথা এই রোগের লক্ষণ।
বাসস/ কেএআর/১২৪০/জুনা