বাসস দেশ-১৬ : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ১৪ দল সন্তুষ্ট : নাসিম

354

বাসস দেশ-১৬
১৪ দল – বৈঠক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ১৪ দল সন্তুষ্ট : নাসিম
ঢাকা, ১২ অক্টোবর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৯ জনের ফাঁসি এবং তারেক রহমানসহ আরো ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক বৈঠকে নেতৃবৃন্দ এ সন্তোষ প্রকাশ করেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বৈঠকে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, এ রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল।’
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, দেশের মানুষ শেষপর্যন্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে প্রত্যাখান করবে।
অন্যানের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন,জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/কেএকে/জেডআরএম/১৯৫০/এইচএন