বাসস দেশ-১২ : জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

260

বাসস দেশ-১২
শ্রমিকলীগ – প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঢাকা, ১২ অক্টোবর, ২০১৮ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে ধানমন্ডির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু এভিনিউতে বর্ণাঢ্য র‌্যালীপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান এম.পি। আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো. হুমায়ুন কবির প্রমুখ।
ফারুক খান বলেন, বঙ্গবন্ধু এভিনিউতে ইতিহাসের ন্যাক্কার জনক গ্রেনেড হামালা করে নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ নেতাকর্মীকে হত্যার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের সাজার রায় সন্তোষজনক হয়নি।
হাবিবুর রহমান সিরাজ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা ও জন্মের ইতিহাস তুলে ধরে তার বক্তব্যে জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়যুক্ত করে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে কাজ করার আহ্বানও জানান।
বাসস/সবি/কেসি/১৮৪০/জেজেড