বাসস ক্রীড়া-৬ : আন্তর্জাতিক ক্রিকেট থেকে ও’ব্রায়ানের অবসর

173

বাসস ক্রীড়া-৬
ও’ব্রায়ান- অবসর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ও’ব্রায়ানের অবসর
মালাহিড, ১২ অক্টোবর, ২০১৮ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন আয়ারল্যান্ড উইকেটরক্ষক ব্যাটসম্যান নিয়াল ও’ব্রায়ান। ২০০২ সালে ডেনমার্কের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়া ও’ব্রায়ান আজ আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর ঘোষণা করেন। দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে আন্তর্জাতিক ম্যাচে ২৪১টি ডিসমিসাল করে আয়ারল্যান্ডের সবচেয়ে সফল এ উইকেটরক্ষক। এ বছরের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্টেও আইরিশ দলের সদস্য ছিলেন তিনি।
ও’ব্রায়ান বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষনা করছি। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সৌভাগ্যবান।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি আয়ারল্যান্ডের হয়ে একটি টেস্ট, ১০৩ ওয়ানডে ও ৩০টি টি-২০ ম্যাচে অংশ নিয়েছেন। ২৫ দশমিক ৫৪ গড়ে ৩০৬৫ রান নিয়ে তিনি আয়ারল্যান্ডের সর্বোচ্চ পঞ্চম রান সংগ্রহকারী।
বাসস/স্বব /১৮০০/এএমটি