জয় পেল পর্তুগাল-সার্বিয়া-রোমানিয়া; ড্র করলো রাশিয়া-সুইডেন

210

পোল্যান্ড, ১২ অক্টোবর ২০১৮ (বাসস) : উয়েফা নেশন্স লিগে গত রাতে জয় পেয়েছে পর্তুগাল, সার্বিয়া ও রোমানিয়া। তবে ড্র’র স্বাদ নিয়েই মাঠ ছাড়ে রাশিয়া-সুইডেন। পর্তুগাল ৩-২ গোলে পোল্যান্ডকে, সার্বিয়া ২-০ গোলে মন্ট্রেনিগোকে ও রোমানিয়া ২-১ গোলে লিথুনিয়াকে হারায়।
পোল্যান্ডের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল হজম করে পর্তুগাল। ম্যাচের ১৮ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে গোল করেন পোল্যান্ডের ক্রিস্টোফ পিয়াটেক। গোল হজমের পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠে পর্তুগাল। গোলের জন্য পোল্যান্ডের সীমানায় আক্রমণ চালাতে থাকে তারা। সেই সুবাদে ৩১ মিনিটেই গোল পেয়ে যায় পর্তুগাল। সেন্ট্রাল মিডফিল্ডার পিজ্জির সহায়তায় স্ট্রাইকার স্ট্রাইকার আন্দ্রে সিলভার ম্যাচে সমতা ফিরিয়ে আনে পর্তুগীজরা।
এরপর প্রথমার্ধেই পোল্যান্ডের আত্মঘাতি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে লিডকে আরও বাড়িয়ে নেয় পর্তুগাল। মিডফিল্ডার বার্নাদো সিলভার গোলে ৫২ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।
এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ার পরিকল্পনা ছিলো পর্তুগালের। কিন্তু ৭৭ মিনিটে গোল করে ব্যবধান কমায় পোল্যান্ড। এবার দলের পক্ষে গোল করেন জাকুব ব্লাজকিওস্কি। এতে ব্যবধান ৩-২ ব্যবধানে নেমে আসে। শেষ পর্যন্ত ঐ স্কোরেই ম্যাচ জিতে নেয় পর্তুগাল।
লিগের আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে সার্বিয়া। স্ট্রাইকার আলেকজান্ডার মিটরোভিচের জোড়া গোলে জয় পায় সার্বিয়া।
এদিকে, লিথুনিয়ার বিপক্ষে শেষ মূর্হুতের গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রোমানিয়া। ১৩ মিনিটে লিড নিলেও, ৮৯ মিনিটে গোল হজম করে রোমানিয়া। তবে নির্ধারিত সময় শেষ হবার পর অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচ জিতে নেয় রোমানিয়া। রোমানিয়ার পক্ষে ১৩ মিনিটে অ্যাটাকিং মিডফিল্ডার আলেকজান্দ্রু চিপচিউ ও ৯৪ মিনিটে আরেক অ্যাটাকিং মিডফিল্ডার আলেকজান্দ্রু ম্যা´িম গোল করেন। ৮৯ মিনিটে লিথুনিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার অরতুরাস জুলপা । ফলে ২-১ ম্যাচ জিতে নেয় রোমানিয়া।