দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

444

ঢাকা, ১২ অক্টোবর, ২০১৮ (বাসস): দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝানি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়,ভারতের উড়িষ্যা এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলী’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং দূর্বল হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
এটি আজ সকাল ৬ টায় ভারতের উড়িষ্যা এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দূর্বল হতে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৫ মিনিটে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৯ দশমিক ৫ এবং আজকের সর্বনি¤œ তাপমাত্রা সৈয়দপুরে ২০ দশমিক ৮ ডিগ্রী সে.।