বাজিস-১৫ : নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক শিশুর চিকিৎসা প্রদান

691

বাজিস-১৫
নীলফামারী-চিকিৎসা
নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক শিশুর চিকিৎসা প্রদান
নীলফামারী, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলা সদরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক শিশুর চিকিৎসা প্রদান করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহধর্মীনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ- অটিজমের প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে চিকিৎসক দল। আজ বৃহস্পতিবার খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদে দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসক দলের অন্যান্য সদস্যরা হলেন, ডা. বিকাশ চন্দ্র পাল. ডা. গোপেশ রঞ্জন রায়, ডা. শাখাওয়াত হোসেন, ডা. ধিমান কুমার রায়, ডা. চৌধুরী রেহুনুমা তাবাসসুম ও ফিজিওথেরাপিস্ট আবু সুফিয়ান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি পরিমল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন, খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় প্রমুখ।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পৃষ্ঠপোষকতায় প্রতি দুই থেকে তিন মাস অন্তর পর্যায়ক্রমে জেলা সদরের দুইটি করে ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রায় ১৭ বছর যাবত নীলফামারীতে এ কার্যক্রম অব্যাহত আছে। বৃহস্পতিবার দিনব্যাপী খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ক্যাম্পে সহস্রাধিক শিশুর চিকিৎসা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার জেলা সদরের চরড়া বড়গাছা ইউনিয়ন পরিষদে অনুরূপ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বাসস/সংবাদদাতা/২০১৫/মরপা