বাসস দেশ-২৫ : রাজশাহীতে হেলিকপ্টার বিধ্বস্ত ॥ ফরিদুর রেজা সাগরসহ ৬ জন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

333

বাসস দেশ-২৫
হেলিকপ্টার বিধ্বস্ত-যাত্রী অক্ষত
রাজশাহীতে হেলিকপ্টার বিধ্বস্ত ॥ ফরিদুর রেজা সাগরসহ ৬ জন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
রাজশাহী, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আজ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর ও কন্ঠশিল্পী ফেরদৌস আরাসহ ৬ জন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বেসরকারি এই হেলিকপ্টাটিতে (এস২ এ এইচডব্লিউ) ফরিদুর রেজা সাগর, শিল্পী ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন যাত্রী ছিলেন। আজ দুপুর আনুমানিক আড়াইটায় হেলিকপ্টারটি গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরে খুব অল্প সময়ের মধ্যে বিধ্বস্ত হয়।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।
অনুষ্ঠান শেষে তাঁরা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন।
পুলিশ ধারণা করছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার করণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।
বাসস/এএইচ/অনুবাদ-এমএমবি/১৮৫৫/অমি