বাসস ক্রীড়া-৯ : দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা

143

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টি-২০
দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা
পচেফস্ট্রম, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : টানা দ্বিতীয় ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জিততে চায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। পক্ষান্তরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে মরিয়া জিম্বাবুয়ে। পচেফস্ট্রমে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের দ্বিতীয় টি-২০।
টি-২০’র আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের স্বাদ নিয়ে টি-২০ লড়াই শুরু করে প্রোটিয়ারা। এই ফরম্যাটেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে সিরিজের প্রথম টেস্টের পারফরমেন্স তেমনই ইঙ্গিত দেয়। ৩৪ রানে জিম্বাবুয়েকে হারায় প্রোটিয়ারা।
টস জিতে প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১২৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। প্রথম ম্যাচ জিততে খুব বেশি বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। দ্বিতীয় ম্যাচেও ভালো পারফরমেন্স প্রদর্শন করতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে আমরা। দ্বিতীয় ম্যাচে ভালো পারফরমেন্স করে সিরিজ জিততে চাই আমরা।’
সিরিজ বাঁচানোর মিশন জিম্বাবুয়ের। তাই নিজের কাজটা ভালোভাবে করতে চায় দল বলে জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচ হারলে আমাদের সিরিজ হাত ছাড়া হয়ে যাবে। আমরা সিরিজের লড়াইয়ে টিকে থাকতে চাই। এজন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’
বাসস/এএমটি/১৮০০/স্বব