বাজিস-৭ : পঞ্চগড়ে ঘর পাচ্ছে ১৪৪৯ দরিদ্র পরিবার

114

বাজিস-৭
পঞ্চগড়- ঘর
পঞ্চগড়ে ঘর পাচ্ছে ১৪৪৯ দরিদ্র পরিবার
পঞ্চগড়, ১১অক্টোবর ২০১৮ (বাসস): জেলার ৫ উপজেলায় ১৪৪৯ দরিদ্র পরিবার ঘর পাচ্ছে। যাদের নিজের জমি আছে কিন্তু থাকার মতো মানসম্মত ঘর নেই, সেই সব পরিবারকে ঘর দিচ্ছে সরকার।
জেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে , যেসব দরিদ্র মানুষদের ১ থেকে ১০ শতাংশ জমি আছে, কিন্তু থাকার মতো মানসম্মত ঘর নেই তাদের এক লক্ষ টাকা ব্যয়ে ২৫৫ বর্গফুট আয়তনের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ঘরের সঙ্গে স্বাস্থ্য সম্মত টয়েলেটও তৈরি করে দেওয়া হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এহেতেশাম রেজা বাসসকে জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দেয়া হতদরিদ্রদের তালিকা অনুযায়ী ৫ উপজেলার ৪৩ ইউনিয়নে মোট ১৪৪৯ হতদরিদ্রকে ঘর তৈরি করে দেয়া হচ্ছে।
বাসস/ সংবাদদাতা/১৬০০/মরপা