বাসস বিদেশ-৬ : ইন্দোনেশিয়ায় দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা

136

বাসস বিদেশ-৬
সুনামি-ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা
পালু (ইন্দোনেশিয়া), ১১ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার ভূমিকম্প-সুনামি কবলিত এলাকায় উদ্ধার অভিযান বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও এখনো প্রায় পাঁচ হাজার লোক নিখোঁজ রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর পালুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও এর প্রভাবে বড় ধরনের একটি সুনামি আঘাত হানে। এর পর ওই অঞ্চল থেকে দুই হাজারেরও বেশি লাশ উদ্ধার করা করা হয়েছে।
কিন্তু কর্তৃপক্ষের আশঙ্কা আরো প্রায় পাঁচ হাজার লাশ ধ্বংসপ্রাপ্ত শহরটিতে চাপা পড়ে আছে। সেখানকার কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
লাশ খুঁজে বের করতে উদ্ধারকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। কাদার পুরু স্তর ও গ্রীষ্মম-লীয় গরমে লাশগুলো পচে যাওয়ায় উদ্ধারকর্মীদের জন্যে কাজটি আরো কঠিন হয়ে পড়ে।
পালুতে এসএআর এর মাঠ পর্যায়ের পরিচালক বামব্যাং সুরিও বলেন, ‘নিহতদের তল্লাশী ও উদ্ধার অভিযান বৃহস্পতিবার বিকেলে শেষ হবে।’
বাসস/কেএআর/১৫২৫/জুনা