হাওয়াইয়ে শক্তিশালী ভূমিকম্প

318

লস অ্যাঞ্জেলস, ৫ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯। ভূমিকম্পটির প্রভাবে সেখানে নতুন করে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুতপাত শুরু হয়েছে। এতে পার্শ্ববর্তী আবাসিক এলাকাগুলো হুমকির মুখে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে। দ্বীপটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানায় সেখানে বৃহস্পতিবার আগ্নেয়গিরি থেকে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়।