বাসস দেশ-৫ : সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস

192

বাসস দেশ-৫
ঢাবি-শোক
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস
ঢাকা, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ অক্টোবর সোমবার শোক দিবস পালিত হবে।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর দিবসটি পালিত হয়।
এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল সহকারে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা, নিহতদের আত্মার শান্তির কামনায় প্রার্থনা সভা, সকালে জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের তৈলচিত্র ও তৎসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন, জগন্নাথ হল প্রাঙ্গনে রক্তদান কর্মসূচি, শোক সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান।
এছাড়া ‘অক্টোবর স্মৃতি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাসস/সবি/এসই/১৩২৫/এমএসআই