বাসস বিদেশ-১১ : সাংবাদিক খাসোগির নিখোঁজ মুহূর্তের সিসিটিভি’র ফুটেজ প্রকাশ তুরস্কের

357

বাসস বিদেশ-১১
খাসোগি-তুরস্ক-টিভি
সাংবাদিক খাসোগির নিখোঁজ মুহূর্তের সিসিটিভি’র ফুটেজ প্রকাশ তুরস্কের
আঙ্কারা, ১০ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : তুরস্ক সৌদি সাংবাদিক জামাল খাসোগির নিখোঁজ মুহূর্তের সিসিটিভি’র ফুটেজ প্রকাশ করেছে।
তুরস্কের ‘২৪ টিভি’ সাংবাদিক খাসোগির ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশের দৃশ্য ও তার নিখোঁজের সাথে জড়িত সন্দেহজনক দলের গতিবিধি প্রচার করে।
খবর এএফপি’র।
গত ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি তুরস্কের সৌদি দূতাবাসে প্রবেশ করে নিখোঁজ হন।
তুরস্কের সরকারি সূত্র বলেছে, তুর্কি পুলিশের ধারণা ইস্তাম্বুলে আসা সৌদির ১৫ সদস্যের একটি টিম খাসোগি হত্যার সাথে জড়িত।
কিন্তু সৌদি আরব তাকে হত্যার অভিযোগ অস্বীকার করে বলছে খাসোগি (৫৯) দূতাবাস ত্যাগ করেছেন।
বুধবার টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায় যে, খাসোগি ২ অক্টোবর ( বেলা ১টা ১৪ মিনিটে স্থানীয় সময়) ০০৩০ জিএমটিতে দূতাবাসে প্রবেশ করে।
অপরদিকে খাসোগির প্রবেশের দুই ঘন্টা পর একটি গাড়ি জিএমটি ১২০০ ঘটিকায় দুতাবাসের ভেতর কনসাল জেনারেলের বাসায় প্রবেশ করে।
আসকান পত্রিকার সম্পাদক মুরাত কিরখিটলিগলৈা ধারণা করে বলেন,‘খাসোগিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’
তুরস্কের স্থানীয় গণমাধ্যম বলছে, খাসোগিকে অপহরণ করে তুরস্কের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
বাসস/কেকে/অনুবাদ/১৭২০/জুনা