বাজিস-৬ : নওগাঁ ৭৮৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

172

বাজিস-৬
নওগাঁ-দুর্গাপূজা
নওগাঁ ৭৮৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
নওগাঁ, ১০ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আমেজ শুরু হয়েছে। জেলার পাড়ায় পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে প্রস্ততি। নুতন কাপড় কেনা, নারকলের নাড়–সহ বিভিন্ন রকমারী খাবার তৈরির কাজে ব্যস্ত পরিবারের সদস্যরা। মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগরেরা। এখন চলছে ফ্রেমে মাটি লাগানোর পর রং তুলির কাজ।
নওগাঁ জেলায় এ বছর মোট ৭৮৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার ডিএসবি পুলিশের সূত্রে জানা গেছে এসব পূজার মধ্যে ২২০টি অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ, ২০৫টি গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ এবং ৩৬০টি সাধারন পূজা মন্ডপ।
সূত্র মতে এ বছর নওগাঁ সদর উপজেলায় ১১১টি, আত্রাই উপজেলায় ৫০টি, রানীনগর উপজেলায় ৪৮টি, বদলগাছি উপজেলায় ৯৭টি, মহাদেবপুর উপজেলায় ১৬২টি, মান্দা উপজেলায় ১১৯টি, নিয়ামতপুর উপজেলায় ৫৯টি, পতœীতলা উপজেলায় ৭৮টি, পোরশা উপজেলায় ২০টি, সাপাহার উপজেলায় ১৫টি এবং ধামইরহাট উপজেলায় ২৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেছেন চলতি বছর দুর্গাপূজা অনুষ্ঠানে ব্যপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংব্দা নাই। জেলায় শান্তিপূর্ণ দুর্গাপূজা অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যাপক উদ্যোগ রয়েছে। আশা করি কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বলেছেন নওগাঁ এমনিতেই শান্তিপূর্ণ জেলা। এখানকার মানুষ শান্তি প্রিয়। তারপরও জেলা পুলিশের পক্ষ থেকে ব্যপক প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই জেলা পূজা উদযাপন কমিটি এবং সকল উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল পুলিশ অফিসারদের এলাকা ভাগ করে দেয়া হয়েছে। তারা প্রতিদিন প্রতিটি পূজা মন্ডপ ভিজিট করবেন। ট্রাফিক ম্যানেজমেন্ট নিশ্চিত করা হয়েছে। আশা করি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
বাসস/সংবাদদাতা/১৭১০/জহ/নূসী