দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও ভারি বৃষ্টির পূর্বাভাস

356

ঢাকা, ১০ অক্টোবর, ২০১৮ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে আজ মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী ৩ দিন বৃষ্টিপাতের এ প্রবণতা বাড়তে পারে।
এদিকে ঘূর্ণিঝড় তিতলি পূর্বের অবস্থানে রয়েছে। এতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা /ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৭ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৪ মিনিটে।