বাজিস-৪ : চাঁদপুরে ইলিশ প্রজনন মৌসুমে খাদ্য সহায়তা পাবে ৫১ হাজার জেলে পরিবার

179

বাজিস-৪
চাঁদপুর-খাদ্য সহায়তা
চাঁদপুরে ইলিশ প্রজনন মৌসুমে খাদ্য সহায়তা পাবে ৫১ হাজার জেলে পরিবার
চাঁদপুর, ১০ অক্টোবর ২০১৮ (বাসস) : জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ প্রজনন ক্ষেত্র চাঁদপুরে সরকারি নিবন্ধিত ৫১ হাজার ১৯০জন জেলেকে ৭৩১ মে: টন খাদ্য সহায়তা দিবে সরকার। আর এ ২২ দিন জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ ২২ দিন অভয়াশ্রম এলাকায় কোন ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষেধ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিবন্ধিত জেলেদের প্রতি বছরই মা ইলিশ প্রজননকালীন সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়। সেই আলোকে জেলেরা মাছ আহরণ থেকে বিরত থাকেন। তাদের এর বিপরীতে খাদ্য সহায়তা দেয়া হয় ২০ কেজি করে চাল। এর মধ্যে সদরে ১৬৬৯১, হাইমচরে ৮৫১০, মতলব উত্তরে ৭৮৮০ ও মতলব দক্ষিণে ৩৪৯৪জন জেলে।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, সরকার জেলেদের জন্য খাদ্য সহায়তার বরাদ্দ পাঠালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সঠিক সময়ে তাদের খাদ্য সহায়তা পেয়ে যাবেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২০৫/নূসী