নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জনের মৃত্যু

145

নওগাঁ, ৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার নওগাঁ-পত্নীতলা সড়কে পুইয়া নামকস্থানে আজ দুর্ঘটনায় পিতা-পুত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো মহাদেবপুর উপজেলার চকদৌল বাজিত পুর গ্রামের আব্দুস সালাম (৫০),তার ছেলে তৌফিক (২৭) এবং ছেলের বন্ধু পত্নীতলা উপজেলা সদরের ঈদগাহপাড়া’র ওয়াহেদ মাষ্টারের ছেলে রনি (২৬)।
পুলিশ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি মোটরসাইকেলে অরোহী ৩ জন মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় মোটরাসাইকেল আরোহীরা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ পরিমল কুমার জানায়, ট্রাক রেখে চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।