হ্যামস্ট্রিং ইনজুরিতে বেনজেমা

179

মাদ্রিদ, ৯ অক্টোবর ২০১৮ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা। স্প্যানিশ গণমাধ্যম দাবী জানিয়েছে আগামী দুই সপ্তাহ এই ফ্রেঞ্চম্যানকে মাঠের বাইরে থাকতে হবে।
এক বিবৃবিতে রিয়ালের পক্ষ থেকে ডান হ্যামস্ট্রিংয়ে ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হলেও কতদিন বেনজেমাকে বিশ্রামে থাকতে হবে সে ব্যপারে কিছু বলা হয়নি। শনিবার আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলে পরাজয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের শুরুতে বেনজেমা ইনজুরিতে আক্রান্ত হন। তবে আগামী ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোর আগে বেনজেমা অবশ্যই দলে ফিরছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
সানতিয়াগো বার্নাব্যুতে এই নিয়ে ইনজুরির তালিকা আরো দীর্ঘ হলো। ইতোমধ্যেই ইনজুরির কারনে দলের বাইরে আছেন ইসকো, ডানি কারভাহাল ও মার্সেলো। সব ধরনের প্রতিযোগিতায় টানা চার ম্যাচে কোন গোল পায়নি রিয়াল।
এবারের মৌসুমে এ পর্যন্ত পাঁচটি গোল করেছেন ৩০ বছর বয়সী বেনজেমা। তবে গত সাতটি ম্যাচে কোন গোল পাননি।