অস্ট্রেলিয়ার নতুন কোচ হলেন ল্যাঙ্গার

676

সিডনি, ৩ মে, ২০১৮ (বাসস) : অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। ড্যারেন লেহম্যানের স্থলে ল্যাঙ্গারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী চার বছরের জন্য অস্ট্রেলিয়ার দলের কোচের দায়িত্ব পালন করবেন ল্যাঙ্গার।
কোচ হিসেবে ল্যাঙ্গারের নিয়োগের ব্যাপারে সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘চার বছর কোচ হিসেবে দায়িত্ব শেষ হবার কথা ছিলো লেহম্যানের। এর মাঝেই আমরা তার উত্তরসূরিকে নিয়ে কিছু পরিকল্পনা করে রেখেছিলাম। এরমধ্যে ল্যাঙ্গারসহ আরও বেশ কয়েকজন কোচ হবার দৌঁড়ে ছিলেন। তবে আমরা ল্যাঙ্গারকেই বেছে নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ল্যাঙ্গারই সঠিক ব্যক্তি। দলের ব্যাপারে তার আত্মবিশ্বাস প্রবল।’
দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং-কেলেঙ্কারীর পর গত ২২ এপ্রিল নিজের পদ থেকে অব্যাহতি নেন লেহম্যান। তার জায়গায় ল্যাঙ্গারকে দলের কোচ হিসেবে পেয়ে বেশ রোমাঞ্চিত সিএ’র প্রধান নির্বাহী সাদারল্যান্ড, ‘অস্ট্রেলিয়া জাতীয় পুরুষ দলের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত। আমরা মন থেকে বিশ্বাস করি, এই দলের জন্য সম্পূর্ণ যোগ্য কোচ ল্যাঙ্গার। সাবেক খেলোয়াড় হিসেবে দলের প্রতি তার বাড়তি ভালোবাসা ও দায়িত্ব থাকবে। কোচ হিসেবে দলকে শুধুমাত্র ভালো অবস্থায় নিয়ে যাওয়াই নয়, অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য তরুণ ও আরও অনেক খেলোয়াড়কে প্রস্তুত করবে সে। ল্যাঙ্গারের ব্যক্তিত্বের মধ্যেই কর্ম দক্ষতা, নেতৃত্ব ও সঠিক চিন্তাধারা রয়েছে, যা আমাদের বিশ্বব্যাপী আরো উপরে উঠতে সহায়তা করবে।’
খেলোয়াড়ী জীবনে ১৪ বছর অস্ট্রেলিয়া টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ল্যাঙ্গার। ২০০৬-০৭ অ্যাশেজের পরই ক্রিকেটকে বিদায় জানান তিনি। ক্রিকেট ছাড়ার দীর্ঘদিন পর কোচিং ক্যারিয়ার শুরু করেন ল্যাঙ্গার। বিগ ব্যাশ ছাড়াও অস্ট্রেলিয়ার ঘরোয়া দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্সের দায়িত্বে ছিলেন ৪৭ বছর বয়সী ল্যাঙ্গার। তার অধীনেই পার্থ টি-২০ ফরম্যাটে তিনটি মৌসুমে ও দুই মৌসুমে ওয়ানডে শিরোপার স্বাদ নেয়।
ঘরোয়া দল থেকে এবার জাতীয় পর্যায়ে কোচের দায়িত্ব পেলেন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ল্যাঙ্গার বলেন, ‘অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় ও সম্মানের। ছয় মৌসুম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দল ও পার্থ স্কোরর্চাসের কোচের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি। এছাড়া আমার পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ দিতে চাই। যারা সবসময় আমাকে সাহস যুগিয়েছে। এছাড়া যে দেশের হয়ে খেলেছি, সে দেশেরই কোচ হতে পেরে আমি দারুন খুশি।’
ক্রিকেট জীবনে ১০৫ টেস্টে ২৩টি সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরিতে ৭৬৯৬ রান করেছেন ল্যাঙ্গার। তবে দেশের হয়ে খুব বেশি ওয়ানডে খেলতে পারেননি তিনি। মাত্র ৮ ম্যাচে ১৬০ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার কোচ হিসেবে আগামী জুনে ইংল্যান্ড সফর হবে ল্যাঙ্গারের প্রথম অ্যাসাইনমেন্ট । ঐ সফরে ইংল্যান্ডের সঙ্গে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ খেলবে ল্যাঙ্গারের শিষ্যরা।