বাসস দেশ-২১ : সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

320

বাসস দেশ-২১
ইফা-জঙ্গিবাদ
সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ঢাকা, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা আজ এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম.এ মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মুর্শেদ আলম মধু। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমান, আফসার উদ্দিন ফাজিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহা. আব্দুল করিম, সাফ এনজিও এর নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক ও চাঁদ সুলতানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিরা নাসরিন।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/২০৫৬/জেজেড