গাছ লাগানো এবং গাছ রক্ষায় দায়িত্ব সবার : রাশেদ খান মেনন

209

ঢাকা, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি এবং সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ জলবায়ু ট্রাষ্ট করে সারাদেশের পরিবেশ রক্ষায় যে কার্যক্রম গ্রহণ করেছে সেটা ইতিমধ্যে বিশে^র দৃষ্টি আকর্ষণ করেছে।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিনামূল্যে গাছের চারা বিতরণ-২০১৮”-এর শুভ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট-এর সৌজন্যে আনজুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া’র সহযোগিতায় মইনীয়া যুব ফোরাম এই গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, আনজুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সম্পাদকম-লীর সদস্য এ আলী আহমদ নানতু, মোঃ পলক চৌধুরী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ পরিবেশ রক্ষায় বিশে^ প্রথম সারীতে এগিয়ে আছে। যেখানে বড় বড় দেশগুলো পরিবেশ দূষণের জন্য দায়ী, সেখানে বাংলাদেশ জলবায়ু ট্রাষ্ট করে সারাদেশের পরিবেশ রক্ষায় যে কার্যক্রম গ্রহণ করেছে সেটা বিশে^র দৃষ্টি আকর্ষণ করেছে।