বাসস দেশ-১১ : বিএসটিআই-এর অভিযানে রাজশাহী ও রংপুরে ২ লক্ষাধিক টাকা জরিমানা

137

বাসস দেশ-১১
বিএসটিআই-জরিমানা
বিএসটিআই-এর অভিযানে রাজশাহী ও রংপুরে ২ লক্ষাধিক টাকা জরিমানা
রাজশাহী, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ স্ট্যানডার্ড অ্যান্ড টেস্টিং ইসটিটিউট (বিএসটি আই) ভেজাল মিশ্রিত খাবার বিক্রয় ও বাজারজাতকরণ করায় রাজশাহী ও রংপুরের ২৬টি দোকানকে ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে
বিএসটিআই রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ১৬টি ভ্রাম্যমাণ আদালত স্থানীয় প্রশাসনের সহায়তায় দুই বিভাগীয় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, আইন ভঙ্গ করে নি¤œমানের খাবার বিক্রয় করায়, দুই বিভাগের ১১টি জেলার বিভিন্ন দোকান মালিকদের ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
বিএসটিআই-এর পরিচালক (রাজশাহী) প্রকৌশল সেলিম রেজা জানান, আঞ্চলিক কার্যালয় নি¤œমানের ও ভেজাল মিশ্রিত খাদ্য বাজারজাতকরণের বিরুদ্ধে এ অভিযান চালিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
বিএসটিআই-এর আঞ্চলিক কার্যালয় ৯টি জেলায় ওজনে কম দেয়া প্রতিরোধ এবং ফল ও মাছে ফরমালিন দেয়ার সন্দেহে আরো ২৪টি অভিযান পরিচালনা করে।
বাসস/অনু- জেজেড/১৮১৫/কেএমকে