বাসস ক্রীড়া-১০ : বঙ্গবন্ধু কাপের সেমিতে কাল ফিলিপাইনের প্রতিপক্ষ তাজিকিস্তান

114

বাসস ক্রীড়া-১০
ফুটবল-বঙ্গবন্ধু-ফিলিপাইন-তাজিকিস্তান-প্রিভিউ
বঙ্গবন্ধু কাপের সেমিতে কাল ফিলিপাইনের প্রতিপক্ষ তাজিকিস্তান
কক্সবাজার, ৮ অক্টোবর ২০১৮ (বাসস) : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল তাজিকিস্তানের মোকাবেলা করবে ফিলিপাইন। এশিয়া কাপে অংশ নিতে যাওয়া ফিলিপাইন (১১৪) র‌্যাংকিংয়ে তাজিকিস্তানের (১২০)) চেয়ে ছয় ধাপ এগিয়ে রয়েছে। তফাতটা খুব একটা বেশী না হলেও মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে ফিলিপাইন। চার বারের ময়দানী লড়াইয়ে একবারও জয় পায়নি তাজিকরা। তিন বারই জয় আছে ফিলিপাইনের ঝুলিতে। আর এক ম্যাচ ছিল ড্র।
চলতি আসরে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমি ফাইনালে উঠেছে তাজিকরা। সিলেটে অনুষ্টিত গ্রুপ পর্বে নেপালকে ২-০ গোলে হারালেও ফিলিস্তিনের সঙ্গে সমান ব্যবধানেই হারে দলটি।
অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠে এসেছে ফিলিপাইন। লাওসকে ৩-১ গোলে পরাস্ত করে টুর্নামেন্ট শুরু করা দলটি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলের কস্টার্জিত জয় পায়।
বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলটিই কাল ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে তাকিস্তানের মোকাবেলা করতে যাচ্ছে। কক্সবাজারের বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
আসন্ন ম্যাচটিকে সামনে রেখে আজ এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের ম্যানেজার জোসেফ মারিমালিনি বলেন, দল এ পর্যায় ( সেমি-ফাইনাল) পর্যন্ত পৌঁছাতে পারায় আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। শেষ চারে আমাদের প্রতিপক্ষ দলটি (তাজিকিস্তান) বেশ শক্তিশালী। তারপরও লড়াইয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। পরিস্থিতি বুঝে কোচ সেরা একাদশ নির্বাচন করবেন। এ জন্য দলের ইনজুরিসহ অনেক কিছুই বিবেচানয় আনতে হবে।
অধিনায়ক মিসাগ বাহাদূরান বলেন, ‘এটি একটি দারুন টুর্নামেন্ট। দারুন এক আয়োজন। সেমি-ফাইনালে আগামীকাল বড় একটি ম্যাচ। ওই ম্যাচের দিকেই এখন তাকিয়ে আছি। তাজিকিস্তান ভাল একটি দল। তাদের বিপক্ষে কয়েকমাস আগে আমরা এশিয়ান বাছাইপর্ব খেলেছি। দলটি দারুন কৌশলী । তাদের বিপক্ষে সর্বশেষ দুই বারের মোকাবেলায় আমরাই জয়লাভ করেছি। একটি ম্যাচ নিজ মাঠে এবং অপরটি তাদের মাঠে। আসন্ন ম্যাচে তারা ভাল খেলে জয়ের চেস্টা করবে। তবে সেরাটা দিয়ে আমাদেও তারুন্য নির্ভর দলটিই জয় পেতে চায়।’
দ্বিতীয় সারির দল নিয়ে তাজিকদের হারানো যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ফিলিপাইন অধিনায়ক বলেন, আসলে স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়াদের মান কাছাকাছি। মুল কথা হচ্ছে আমরা জাতীয় দল হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। সুতরাং আমরা সেরাটা খেলতে প্রস্তুত।’
বাহাদূরান বলেন, ‘কালকের ম্যাচটি খেলতে হবে দূপুরে। বাতাসের আদ্রতা বেশী। চরম তাপমাত্রার মধ্যে এই ম্যাচ খেলাটা বেশ কঠিন হবে। তবে আমাদের মত প্রতিপক্ষ দলকেও একই পরিস্তিতির মাকাবেলা করতে হবে। সুতরাং বিষয়টি নিয়ে আমাদের আলাদা ভাবে চিন্তা করার প্রয়োজন নেই।’
এদিকে অতীত রেকর্ড যাই হোক কালকের ম্যাচে জয় নিযেই আসরের ফাইনাল খেলতে চায় তাজিকিস্তান। দলীয় কোচ আলিসায়ের তুকতায়েভ বলেন, ‘আমরা প্রস্তুতির জন্য চারদিন সময় পেয়েছি। এখন আমরা নতুন লড়াইয়ের জন্য মানষিক ও শারিরিকভাবে প্রস্তুত। এটি ফুটবল খেলা। এখানে যে কেউ জয় পেতে পারে। এটি ঠিক যে আমরা আগে ফিলিপাইনের কাছে হেরেছি। তারা খুবই শক্তিশালী দল। তবে আসন্ন ম্যচের আগে আমরা প্রস্তুতির জন্য সময় পেয়েছি। আশা করি ভাল ম্যাচ উপহার দিতে পারব।’
অধিনায়ক ফাতকুল্লু ফাতকুলভ বলেন, ‘ফিলিপাইন ভাল দল। তবে আমরা ফাইনাল খেলতে চাই। কাল কক্সবাজারে নেমেই অনুভব করেছি একানকার আর্দ্রতা বেশী। তার উপর আবার দুপুরে খেলা। সেই তুলনায় আমাদের দেশের তাপমাত্রা অনেক কম। তাই আমাদের জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে। তবে দুই দলের জন্যই এটি প্রয়োজ্য।’
বাসস/এএসজি/এমএইচসি/১৮১১/স্বব