বাসস বিদেশ-৭ : সাবেক ইন্টারপোল প্রধানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করছে চীন

128

বাসস বিদেশ-৭
চীন-ইন্টারপোল
সাবেক ইন্টারপোল প্রধানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করছে চীন
বেইজিং, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : সাবেক ইন্টারপোল প্রধানকে ঘুষ গ্রহণের অভিযোগে আটক করে তদন্তের আওতায় আনা হয়েছে। চীনের জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। উল্লেখ্য, তিনি গত মাস থেকে নিখোঁজ ছিলেন। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, মেং হংওয়ে ‘ঘুষ গ্রহণ ও আইন লঙ্ঘনের’ অভিযোগে রোববার পদত্যাগ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, অন্য কেউ ঘুষ গ্রহণ করলেও তার বিরুদ্ধে তদন্ত হবে।
বাসস/এএএ/১৩৪৫/এমএসআই