এবার ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্ট হারালো বার্সেলোনা, টেবিলের শীর্ষে সেভিয়া

210

মাদ্রিদ, ৮ অক্টোবর ২০১৮ (বাসস) : ভ্যালেন্সিয়ার সাথে ১-১ গোলে ড্র করে আবারো লা লিগায় পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিওনেল মেসির গোলে কোনরকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। এদিকে ১০জনের সেল্টা ভিগোকে ২-১ গোলে পরাজিত করায় বার্সেলোনাকে এক পয়েন্ট পিছনে ফেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে সেভিয়া।
টেবিলের শীর্ষে থেকে দিনের খেলার শুরু করেছিল বার্সেলোনা। এ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্য কিছুক্ষনের জন্য ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপালিটানোতে রিয়াল বেটিসকে ১-০ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান দখল করেছিল। এই নিয়ে গত চারটি লিগ ম্যাচে জয়বিহীন রয়েছেন আর্নেস্টো ভালভার্দের দল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে ৪-২ গোলের দাপুটে জয় সত্বেও লিগে নিজেদের ব্যর্থতাকে কোনভাবেই কাটিয়ে উঠতে পারছে না কাতালান জায়ান্টরা। ওয়েম্বলিতে ম্যাজিকের পর গতকালও দলের ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ড্যানিয়েল পারোহোর কর্ণার থেকে মাত্র ৭৮ সেকেন্ডে ডিফেন্ডার এজেকুয়েল গ্যারের গোলের পর এগিয়ে যাওয়া ভ্যালেন্সিয়াকে খুব বেশীক্ষন এই লিড ধরে রাখতে দেননি মেসি। লুইস সুয়ারেজের সহায়তায় ২৩ মিনিটেই দলের পক্ষে সমতা ফেরান এই আর্জেন্টাইন তারকা।
ফিলিপ কুটিনহো দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নিতে পারতেন। কিন্তু ডিফেন্ডার হোসে গায়ার শেষ মুহূর্তের ক্লিয়ারে কুটিনহোকে হতাশ হতে হয়। ভালভার্দে বলেছেন, ‘আমরা যখন ম্যাচে না জিতি তখন আমরা সবসময়ই দুই পয়েন্ট হারানোর কথাই চিন্তাই করি। লিওর গোলের পর আমরা সবকিছু করার চেষ্টা করেছি। কিন্তু তারা নিজেদের ভালভাবে রক্ষা করেছে যে কারনে আমরা কাঙ্খিত গোলের দেখা পাইনি।’
এই নিয়ে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকলো ভ্যালেন্সিয়া। যদিও তারা নিজেদের ড্রগুলোকে জয়ে পরিনত করতে পারছেনা। ৮ ম্যাচে এই নিয়ে ৬টিতে ড্র করলো টেবিলের ১৪তম স্থানে থাকা দলটি। ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনো বলেছেন, ‘বার্সেলোনাকে ৯০ মিনিট কোন সুযোগ না দিয়ে খেলতে দেয়ার অর্থ হচ্ছে আমরা দারুন খেলেছি।’
এ্যাথলেটিকো ও সেভিয়ার সাফল্যে ধুকতে থাকা রিয়াল মাদ্রিদ চতুর্থ স্থানে নেমে গেছে। শনিবার আলাভেসের বিপক্ষে ১-০ গোলে পরাজয় মানতে বাধ্য হয়েছে জুলেন লোপেতেগুয়ের দল। তবে সব সমালোচনা বিশ্বের অনতম শীর্ষ দুটি দলকে নিয়ে হলেও কালকের দিনটি ছিল শুধুই সেভিয়ার। ঘরের মাঠ রামোন সানচেজ পিজুয়ানে ৩৯ মিনিটে পাবলো সারাবিয়ার গোরে এগিয়ে যায় স্বাগতিক সেভিয়া। ৫৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ডিফেন্ডার নেস্তর আরাউজু মাঠ ত্যাগ করলে বাকি সময় সেল্টাকে ১০জন নিয়েই খেলতে হয়েছে। এই সুযোগে ৬১ মিনিটে উইসাম বেন ইয়েডের ব্যবধান দ্বিগুন করেন। সেল্টার হয়ে ম্যাচ শেষের পাঁচ মিনিটর আগে বদলী খেলোয়াড় সোফিয়ানে বোফল একটি গোল শোধ করলে তা পরাজয় এড়াতে পারেনি।
ম্যাচ শেষে বেন ইয়েডের বলেছেন, ‘এই মুহূর্তে আমরা অনেক বেশী আত্মবিশ্বাসের সাথে খেলছি। আমরা দেখাতে পারছি যে আমাদের মধ্যে ধারাবাহিকতা আছে।’
দিনের শুরুতে এ্যাঞ্জেল ডি কোরেয়ার একমাত্র গোলে রিয়াল বেটিসকে পরাজিত করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম চারটি লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়ে রিয়াল ও বার্সার থেকে সাত পয়েন্ট পিছিয়ে গিয়েছিল এ্যাথলেটিকো। কিন্তু তার প্রতিদ্বন্দ্বীরা একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ায় এ্যাথলেটিকো ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বার্সেলোনার সাথে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সেভিয়ার তুলনায় এক পয়েন্ট পিছিয়ে রয়েছে দিয়েগো সিমিয়োনের দল।