বাসস বিদেশ-৫ : ইদলিব বিষয়ক চুক্তিটি ‘অস্থায়ী ব্যবস্থা’ : আসাদ

156

বাসস বিদেশ-৫
সিরিয়া-সংঘাত-আসাদ
ইদলিব বিষয়ক চুক্তিটি ‘অস্থায়ী ব্যবস্থা’ : আসাদ
দামেস্ক, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ার সর্বশেষ বড় বিদ্রোহী ঘাঁটি ইদলিব বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তা ‘অস্থায়ী ব্যবস্থা’।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা রোববার একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আসাদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ‘এই চুক্তি একটি অস্থায়ী পদক্ষেপ। এর মাধ্যমে ওই অঞ্চলে সংঘাত ও রক্তপাত হ্রাসে রাষ্ট্র বড় ধরনের সফলতা পেয়েছে।’
বাথ পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে তিনি একথা বলেন।
গত ১৭ সেপ্টেম্বর সিরীয় সরকারের মিত্র মস্কো ও বিদ্রোহীদের পক্ষ আঙ্কারা ইদলিব প্রদেশে ও আশপাশের এলাকাগুলোর ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে একটি বাফার জোন গঠনের মাধ্যমে সরকারি বাহিনীর ব্যাপক হামলা বন্ধে এ চুক্তি করে।
আসাদের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, ‘এই প্রদেশ ও অন্যান্য যে সকল সিরিয়ান অঞ্চল এখনো সন্ত্রাসীদের দখলে রযেছে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে।’
উল্লেখ্য, সিরীয় সরকার বিদ্রোহী ও জিহাদিদের সন্ত্রাসী অভিহিত করে।
ইদলিবের অর্ধেকেরও বেশি অঞ্চল আল-কায়েদা সমর্থিত হায়াত তাহরির আল-শাম নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে। অন্যান্য এলাকার অধিকাংশই তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে রয়েছে।
বাসস/ কেএআর/১৩০০/জুনা