বাসস দেশ-১৯ : নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের একক দায়িত্ব পার্টির চেয়ারম্যান এরশাদের উপর ন্যস্ত

187

বাসস দেশ-১৯
জাপা-যৌথ সভা
নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের একক দায়িত্ব পার্টির চেয়ারম্যান এরশাদের উপর ন্যস্ত
ঢাকা, ৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত সকল ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত গ্রহণের একক দায়িত্ব পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ওপর ন্যস্ত করা হয়েছে।
আজ জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও পার্টির সংসদ সদস্যদের যৌথ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে না জোটবদ্ধভাবে নির্বাচন করবে সে ব্যাপারেও পার্টির চেয়ারম্যানই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়া দলীয় মনোনয়ন দেবার ক্ষেত্রেও পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গ্রহণ করা হবে।
সভায় আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
যৌথসভায় উপস্থিত ছিলেন, পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রমুখ।
বাসস/সবি/এমএআর/১৯২০/জেজেড