বাসস ক্রীড়া-৯ : ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশীপ শুরু

162

বাসস ক্রীড়া-৯
স্নুকা-চ্যাম্পিয়নশীপ
ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশীপ শুরু
ঢাকা, ৭ অক্টোবর, ২০১৮ (বাসস): বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন (বিবিএসএফ) ও ঢাকা ক্লাবের যৌথ আয়োজনে এবং বেক্সিমকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল ঢাকা ক্লাবে শুরু হয়েছে ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়শিপ।
টুর্নামেন্ট শুরু আগে গতকাল (শনিবার) ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ক্লাবটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও ক্লাবের মেম্বার ইন চার্জ অব বিলিয়ার্ড অ্যান্ড ¯œুকার ড. মোহাম্মদ জহিরুল ইসলাম টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন। প্রথমবারের মত ঢাকা ক্লাবে নতুন ফরম্যাটে ছয় দিন ব্যাপি এ টুর্নামেন্টে সারাদেশের ১৬টি ক্লাব অংশ নিচ্ছে বলে জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের বিলিয়ার্ড ও ¯œুকারের আহ্বায়ক আশফারুল ইসলাম, টুর্নামেন্টের প্রধান (অপারেশন্স) এ এ ইব্রাহিম (কাজু), বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড ¯œুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব এবং ইমপ্যাক্ট পিআর এর প্রধান নির্বাহী সাবরিনা জামান।
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ এক লক্ষ টাকা। রানার্স-আপ ৫০ হাজার এবং সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ২৫ হাজার টাকা করে।
বাসস/সবি/১৮১০/স্বব