বাজিস-৯ : ৬৮ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর বিমান বন্দরের টার্মিনাল ভবন রানওয়ের কাজ শুরু হয়েছে

139

বাজিস-৯
সৈয়দপুর-বিমান- বন্দর
৬৮ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর বিমান বন্দরের টার্মিনাল ভবন রানওয়ের কাজ শুরু হয়েছে
নীলফামারী, ৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার সৈয়দপুর বিমান বন্দরের মান উন্নয়নের কাজ শুরু হয়েছে। ৬৮ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল ভবন ও রানওয়ের উন্নয়ন কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।
সূত্রমতে, দেশের উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমান বন্দরে বর্তমানে সরকারী ও বেসরকারীসহ ১১টি বিমান চলাচল করছে প্রতিদিন। এ অঞ্চলে আকাশ পথে চলাচলে গুরুত্ব বাড়ায় বিমান বন্দরটিকে আন্তর্জাতি ক বন্দরে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় জমি অধিগ্রহনসহ অন্যান্য উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে ।
বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব আব্দুল হাই বলেন, সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। ইতি মধ্যে ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল ভবন এবং ২৩ কোটি টাকা ব্যয়ে রানওয়ে উন্নয়নের কাজ শুরু হয়েছে। বন্দরটিতে আগে রাতে বিমান নামতো না। লাইটিং ব্যবস্থার কাজ সম্পন্ন হওয়ায় এখন রাতে বিমান নামছে। বন্দরটিকে সম্প্রসারণে ৮শ ৫৭ একর জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে।
বাসস/সংবাদদাতা/১৫৫৮/মরপা