বাজিস-৭ : ভোলায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক

144

বাজিস-৭
ভোলা-ইলিশ-দন্ড
ভোলায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক
ভোলা, ৭ অক্টোবর ২০১৮ (বাসস) : নিষেধাজ্ঞা অমান্য করে করে জেলায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক করা হয়েছে। রোববার ভোরে সদর ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার ইব্রাহীম (৩০), মতিন (২০) ও ইব্রাহীম (৩০)। এছাড়া চরফ্যাশন উপজেলার আটককৃতদের নাম প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে সদরের ইলিশা জংশন এলাকার মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি মা ইলিশসহ তিন জেলেকে আটক করেছে। আটককৃতদের ভোলা সদরের নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। এছাড়াও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এছাড়াও একইদিন ভোরে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণের পক্রিয়া চলছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
উল্লেখ্য, আজ ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশের ভরা প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারতাকরণ ও বিক্রির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
বাসস/এইচ এ এম/১৫৫৬/মরপা