বাসস দেশ-৩ : ইবিতে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপী বিএনসিসি’র ক্যাম্পিং শেষ হচ্ছে আজ

178

বাসস দেশ-৩
ইবি-ক্যাম্পিং
ইবিতে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপী বিএনসিসি’র ক্যাম্পিং শেষ হচ্ছে আজ
ইসলামী বিশ্ববিদ্যালয়, ৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহ ব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর প্রশিক্ষণ ক্যাম্পিং আজ শেষ হচ্ছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সুন্দরবন রেজিমেন্ট, খুলনার আওতাধীন বিএনসিসির ২৪ ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি) ০৪/২০১৮ শীর্ষক প্রশিক্ষণ ক্যাম্পে খুলনা বিভাগের ১৮ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৭০ জন নারী ও পুরুষ ক্যাডেটকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ইবি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণ ক্যাম্পিং এর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, সুন্দরবন রেজিমেন্ট, খুলনার আওতাধীন বিএনসিসির ২৪ ব্যাটালিয়ন এর এ্যাডজুটেন্ট ও প্রশিক্ষক মেজর নাজমুল হক।
বাসস/সংবাদদাতা/এসই/১৩৫০/এমএবি