বাজিস-৫ : পিরোজপুরে নির্মিত হচ্ছে ৮টি ইউনিয়ন ভূমি অফিস

183

বাজিস-৫
পিরোজপুর-ভূমি অফিস
পিরোজপুরে নির্মিত হচ্ছে ৮টি ইউনিয়ন ভূমি অফিস
পিরোজপুর, ৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : সংশ্লিষ্ট এলাকার জনসাধারনের দুর্ভোগ লাঘবে সরকার জেলার বিভিন্ন ইউনিয়নে নির্মাণ করছে ৮টি ইউনিয়ন ভূমি অফিসের দ্বিতল ভবন। এসব ভবন নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ৫ কোটি ৬ লক্ষ টাকা। ব্যবহার অনুপোযোগী হয়ে পরায় ইউনিয়ন ভূমি অফিসগুলোতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দ্বিতল ভবন নির্মাণের কাজ ২০১৯-২০২০ অর্থ বছরে শেষ হবে বলে জানা গেছে।
ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নে, ইন্দুরকানীর বালিপাড়ায়, মঠবাড়িয়ার তুষখালীতে, নেছারাবাদের গুয়ারেখা, আটঘর কুড়িয়ানা ও জলাবাড়িতে এবং কাউখালী উপজেলার চিড়াপাড়ায় এসব ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভবনের আয়তন হচ্ছে ১৩৫০ বর্গফুট।
এসব ভবন নির্মাণে বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত বিভাগের পিরোজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবু আলম জানান নির্মাণ কাজে কোন ধরনের অনিয়মের সুযোগ ঠিকাদারদের দেয়া হবে না। কাজের মান বজায় রেখেই এসব দ্বিতল ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২৩৫/নূসী