বাজিস-৯ : হবিগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদমাদক ভিক্ষুক মুক্তকরণ ও বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা

184

বাজিস-৯
হবিগঞ্জ-সভা
হবিগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদমাদক ভিক্ষুক মুক্তকরণ ও বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা
হবিগঞ্জ, ৬ অক্টোবর ২০১৮ (বাসস) : জেলায় জঙ্গিবাদ, মাদক, ভিক্ষুক মুক্তকরণ ও বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, জাতীয় ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা সামছুল হক ও আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ পিরিজপুরী।
অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।
বাসস/সংবাদদাতা/১৮০৫/মরপা