বাসস দেশ-১২ : তিন প্রকল্পে বিশ্বব্যাংকের ৫১.৫ কোটি ডলার অনুমোদন

139

বাসস দেশ-১২
বিশ্বব্যাংক-অর্থায়ন-অনুমোদন
তিন প্রকল্পে বিশ্বব্যাংকের ৫১.৫ কোটি ডলার অনুমোদন
ঢাকা, ৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের উপকূল ও সামদ্রিক মৎস্যখাত,বন ব্যবস্থাপনা এবং গ্রামীণ সড়কের উন্নয়নে বিশ্বব্যাংক তিনটি প্রকল্পে ৫১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুমোদন করেছে। এই অর্থ মিয়ানমার থেকে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাসহ গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও নতুন জীবিকায়নের সুযোগ তৈরির কাজে ব্যয় করা হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ের প্রধান চিমাও ফান বলেন, ‘এই তিনটি প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকায়নের নতুন সুযোগ তৈরি বিশেষ করে প্রান্তিক মানুষের দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সহায়তা করবে।একইসাথে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি পাবে।’
যে তিন প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে-এগুলো হলো ১৭ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে ‘টেকসই বন ও জীবিকায়ন’প্রকল্প, ২৪ কোটি ডলার ব্যয়ে ‘টেকসই উপকূল ও সামদ্রিক মৎস্যখাত’ প্রকল্প এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক দ্বিতীয় প্রকল্পে অতিরিক্ত ১০ কোটি ডলারের অর্থায়ন।
বাসস/আরআই/১৭৩৫/কেকে