বাজিস-৮ : হাবিপ্রবিতে সরকারের উন্নয়ন ও অগ্রগতির তথ্যচিত্র প্রদর্শনী

209

বাজিস-৮
হাবিপ্রবি- প্রদর্শনী
হাবিপ্রবিতে সরকারের উন্নয়ন ও অগ্রগতির তথ্যচিত্র প্রদর্শনী
দিনাজপুর, ৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে সরকারের অর্জিত উন্নয়ন ও অগ্রগতির তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয়ে টিএসটিতে এ তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, সহকারী পরিচালক ড. মো. রাজিব হাসান এবং ছাত্রলীগ নেতা তারেক ও রাসেল।
উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্বকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১সালের আগে আমরা উন্নত দেশে পরিণত হতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৩০/মরপা