বাসস দেশ-৩ : বিসিকের শরৎ মেলা শুরু আগামীকাল

155

বাসস দেশ-৩
বিসিক -শরৎ মেলা
বিসিকের শরৎ মেলা শুরু আগামীকাল
ঢাকা, ৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নকশা কেন্দ্রের উদ্যোগে ৫ দিনের শরৎ মেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে।
মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরেএ আগামীকাল সকাল সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করা হবে।
বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মোঃ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন প্রধান নকশাবিদ মির্জা সিদ্দিকুর রহমান।
শরৎ মেলায় বিসিকের নকশা কেন্দ্র থেকে হস্তশিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল থাকবে।
এছাড়া এ উপলক্ষে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি পণ্যসামগ্রী জয়নাল আবেদীন প্রদর্শন কক্ষে প্রদর্শীত হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৬০টি স্টল স্থান পাবে। মেলা ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্রেতা ও সর্বসাধারণের জন্য উন্মুত্ত থাকবে।
বাসস/সবি/এমআর/১৫২০/-আরজি