বাসস বিদেশ-৯ : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনা॥ বেশ কয়েকজনের প্রাণহানির আশংকা

168

বাসস বিদেশ-৯
ভারত-দুর্ঘটনা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনা॥ বেশ কয়েকজনের প্রাণহানির আশংকা
শ্রীনগর (ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর), ৬ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক): ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি সড়ক থেকে একটি মিনি-বাস ছিটকে গভীর গিরিখাতে পড়ে প্রায় ১২ জন নিহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ১৩৫ কিলোমিটার দক্ষিণে রাম্বান জেলার কালামোড়ের কাছে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
বনিহাল উপকমিশনার শওকত আইজাজ ভত সিনহুয়াকে বলেন, ‘আজ এখানে পার্বত্য সড়ক থেকে একটি বাস ছিটকে গিয়ে গিরিখাতে পড়ে যায়। আমরা সেখানে উদ্ধার কর্মীদের পাঠিয়েছি। এই মুহূর্তে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ওপর বেশী গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, সেখানে উদ্ধার অভিযান চলছে এবং এখন পর্যন্ত গিরিখাত থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। তবে এ সংখ্যা কত তা জানা যায়নি।
বাসস/এমএজেড/১৪৫৫/জুনা