কাভানার নিয়োগ প্রায় চূড়ান্ত

285

ওয়াশিংটন, ৬ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ব্রেট কাভানার নিয়োগ প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ শুক্রবার দেশটির দুই গুরুত্বপূর্ণ আইনপ্রণেতা তাকে তাদের সমর্থন জানানোর ইঙ্গিত দেয়ার পর এমনটাই ধারণা করা হচ্ছে।
আর এটি কাভানার নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের জন্যেও বড়ো ধরনের অগ্রগতি। খবর এএফপি’র।
সিনেট রিপাবলিকান সুসান কলিন্স এক সভায় দেয়া বক্তব্যে জোরালোভাবে বলেন যে, তিনি যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে ট্রাম্প মনোনীত এ রক্ষণশীল বিচারককে ভোট দেবেন। এর পরপরই ডেমোক্রেট দলের সিনেটর জোয়ে ম্যানচিন প্রথা ভেঙ্গে কাভানার মনোনয়নের প্রতি তার নিজের সমর্থনের ঘোষণা দেন।
এ দুই আইনপ্রনেতার এমন ঘোষণা দেয়ার ফলে একশ’ সদস্য বিশিষ্ট এ চেম্বারে ৫৩ বছর বয়সী এ বিচারককে সরাসরি সমর্থন জানানো সিনেটরের সংখ্যা বেড়ে ৫১ দাঁড়ালো।
তবে বিচারক নিয়োগের ব্যাপারে চূড়ান্ত নিশ্চিতকরণ ভোট শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।