বিপন্ন প্রাণী পাচারকারী দেশের তালিকায় আর নেই থাইল্যান্ড

397

ব্যাংকক, ৬ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : বিপন্ন প্রাণী পাচারকারী দেশের তালিকা থেকে থাইল্যান্ডের নাম বাদ গেছে। দেশটির বন্যপ্রাণী ও বনভূমি রক্ষা বিভাগ শুক্রবার এ কথা জানিয়ে বলেছে, একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থার অবৈধ হাতির দাঁত পাচারকারী দেশের প্রাথমিক তালিকা থেকে থাইল্যান্ডের নাম কেটে দেয়া হয়েছে। আটটি দেশকে এই তালিকাভুক্ত করা হয়েছিল।
ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেনজারড স্পিসিস অব ওয়াইল্ড ফাউনা অ্যান্ড ফ্লোরা (সিআইটিইএস) এর স্থায়ী কমিটির ৭০তম সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাশিয়ায় ১ থেকে ৫ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ অ্যান্ড প্লান্টস কনজারভেশন এনডেনজারড স্পিসিস অব ওয়াইল ফাউনা অ্যান্ড ফ্লোরা ডিভিশনের মহাপরিচালক সোমকিয়াত সুন্তরণপিতাক্কুল বলেন, আফ্রিকান দেশগুলো থেকে হাতির দাঁত পাচার দমন ও প্রতিরোধে থাইল্যান্ড সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের কারণেই দেশটিকে এই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।